সিলেটের মেয়ে সুস্মিতার স্বাচ্ছন্দ্য শাস্ত্রীয় সংগীতে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা গান নিয়ে পড়াশোনা করছেন তিনি। যদিও লোকগানই তাঁর প্রাণের গান। হাসন রাজা, রাধারমণ দত্ত আর শাহ আবদুল করিমের গান যেন তাঁর প্রাণের কথাই বলে। গাইতেও ভালোবাসেন তিনি। সাম্প্রতিককালে তাঁর কণ্ঠে সাধক চান মিয়ার লেখা ‘তুমি ডাক দিলে’ শিরোনামের লোকগানটি ভীষণ শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন সুস্মিতা দে। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান। করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশি শিল্পীরা।