ফিরে আসা প্রবাসীদের জন্য দেশে কর্মসংস্থানের উদ্যোগ কত দূর?
প্রকাশিত: ১০ জুলাই ২০২০, ১৬:০২
শরিয়তপুরের গোসাইর হাটের জাহাঙ্গীর আলম। সৌদি আরবে ১৮ বছর ধরে কাজ করতেন। করোনার কারণে গত মার্চে তিনি দেশে ফিরে আসেন। কিন্তু তার জমানো টাকা এরইমধ্যে খরচ হয়ে গেছে। সৌদি আরবে নিয়োগ কর্তার সাথেও যোগাযোগ রাখছেন। কিন্তু কবে ফিরে যেতে পারবেন, আদৌ ফিরে যেতে পারবেন কিনা তার কোনো আশ্বাস পাচ্ছেন না।
তিনি বলেন,‘‘ এরই মধ্যে এক লাখ টাকা ধার করেছি। ধার চাইতেও লজ্জা লাগে। সবাই মনে করে বিদেশে থেকেছি, আছে অনেক টাকা। ১২ সদস্যের পরিবার আমার। সামনে এখন অন্ধকার দেখছি। সরকার বা কোনো সংগঠনের সহায়তাও পাচ্ছি না”
শিউলি বেগমও একই সময়ে ফিরে আসেন। তার স্বামী নেই । এক সন্তান নিয়ে বাবার পরিবারে থাকেন। সৌদি আরবে তিনি গৃহকর্মীর কাজ করতেন। তার কথা ," ফিরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এখানে কোনো কাজ পাচ্ছি না। টাকা ফুরিয়ে গেছে। বাবা-ভাইয়ের ওপর আছি। কি হবে ভবিষ্যত তা এখনো জানি না।”