গার্মেন্ট কর্মী গণধর্ষণের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিককে পেটালো মালিকপক্ষ
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ২২:২১
কুমিল্লার চান্দিনায় ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেডের এক নারী গার্মেন্ট কর্মী গণধর্ষণের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে মারধর করেছে ওই গার্মেন্টের মালিকপক্ষ। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল পৌনে ৮টায় চান্দিনার বেলাশহর এলাকায় অবস্থিত ওই গার্মেন্টের সামনের সড়ক থেকে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে মারধর করে গার্মেন্টের ভিতরে নিয়ে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আহতরা হলো- দৈনিক যুগান্তর পত্রিকার চান্দিনা প্রতিনিধি মো. আব্দুল বাতেন এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার চান্দিনা প্রতিনিধি মো. জাকির হোসেন। এর মধ্যে সাংবাদিক আব্দুল বাতেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।