মারা গেছেন ‘মহীনের ঘোড়াগুলি’র রঞ্জন ঘোষাল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১৫:০৭

কবে শেষ হবে ২০২০ সাল? এ বছরে শোবিজে যেন মৃত্যু থামতেই চাইছে না। বিশ্বজুড়েই একের পর এক তারকাদের মৃত্যুর সংবাদ! ৬ জুলাই চলে গেলেন বাংলাদেশের গানের কিংবদন্তি মানুষ এন্ড্রু কিশোর। আজ ৯ জুলাই ওপার বাংলা থেকে খবর এলো বাংলা রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল আর নেই। বুধবার রাতে ঘুমাতে গিয়েছিলেন স্বাভাবিকভাবেই। সেই ঘুম আর ভাঙেনি তার। চলে গেলেন না ফেরার দেশে। থেমে গেলো মহীনের ঘোড়াগুলির এক অন্যতম ঘোড়ার যাত্রা।

বৃহস্পতিবার ভোরে বেঙ্গালুরুর বাসায় ঘুমের মধ্যে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে গণমাধ্যমকে জানিয়েছে তার পরিবার। জানা গেছে মৃত্যুকালে রঞ্জন ঘোষালের বয়স হয়েছিলো ৬৫ বছর বয়স। দীর্ঘদিন ধরেই তিনি উচ্চ রক্তচাপের জটিলতায় ভুগছিলেন। এ শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিমবঙ্গের শোবিজে। প্রসঙ্গত, ১৯৫৫ সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে মেমোরিতে জন্মগ্রহণ করেন রঞ্জন ঘোষাল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us