কাবেলঘরের কাঠের আসবাবসহ প্রিয় বই থাকলে সবচেয়ে বেশি দুশ্চিন্তা কাজ করে উইপোকা নিয়ে। ক্ষুদ্র এই পোকা অল্প সময়ের মাঝেই প্রিয় আসবাব ও বইয়ের বারোটা বাজিয়ে দিতে পারে। ঘর পরিষ্কার-পরিছন্ন রেখেও উইপোকার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে।
বিশেষত ঘরের কোন কিছুতে যদি একবার উইপোকার উপস্থিতি পাওয়া যায়, পরিষ্কার করার পরেও কয়েকদিনের মাঝে আবারো উইপোকার উপস্থিতি দেখা যায়। এই অবস্থা থেকে কীভাবে বের হওয়া যাবে সেটা জেনে নিন।