এফডিসিতে নতুন কমপ্লেক্সের বিষয়টি জানেন না অনেক সিনিয়র শিল্পী
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১৪:০৯
ভেঙে ফেলা হচ্ছে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ৩ ও ৪ নম্বর ফ্লোর। ওই জায়গায় তৈরি হচ্ছে ১৫ তলা বিএফডিসি কমপ্লেক্স। পুরোনো দুটি ভবনের মেয়াদ প্রায় শেষ, এফডিসির আয় বাড়ানো এবং আধুনিকায়নের অংশ হিসেবে এই কমপ্লেক্স নির্মাণ দরকার বলে মনে করছে বিএফডিসি কর্তৃপক্ষ। তবে এই কথার সঙ্গে একমত নন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাঁদের বক্তব্য, এফডিসির মধ্যে বাণিজ্যিক ভবন তৈরি করলে এফডিসি স্বকীয়তা হারাবে। বুধবার এফডিসিতে গিয়ে জানা যায়, অর্ধশতাধিক শ্রমিক সপ্তাহখানেক ধরে দুটি ফ্লোর ভাঙার কাজ করছেন। এফডিসির পরিচালক (কারিগরি ও প্রকৌশল) কে এম আইয়ুব আলী জানান, ৩২০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এটি। এফডিসিকে আধুনিকভাবে গড়ে তুলতে ২০১৮ সালের ৩ অক্টোবর প্রকল্পটি অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।পরিকল্পনা অনুযায়ী ১৫ তলা ভবনের বেসমেন্টের তিনটি তলায় থাকবে গাড়ি পার্কিং।