এফডিসিতে ভাঙা হচ্ছে শুটিং ফ্লোর, নির্মাণ হবে বহুতল ভবন
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ১৩:৩৫
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দুটি শুটিং ফ্লোর ও পুরোনো এডিটিংয়ের দুটি ভবন ভাঙা হচ্ছে। গত রোববার থেকে ভবনগুলো ভাঙা শুরু হয়। সেখানে নির্মাণ করা হবে বহুতল ভবন। বিএফডিসির মূল কার্যালয়ের পাশাপাশি এই ভবনে থাকবে শপিং মল, সুইমিং পুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স। বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্ম সচিব নুজহাত ইয়াসমিন এনটিভি অনলাইনকে বলেন, ‘বছর দুয়েক আগে এফডিসিতে বহুতল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। সেই আলোকেই এখন পুরাতন মেয়াদোত্তীর্ণ দুটি শুটিং ফ্লোর, পুরাতন এডিটিং ভবনসহ একটি অংশ ভেঙে ফেলা হচ্ছে। এখানে নির্মাণ করা হবে এফডিসির বহুতল বাণিজ্যিক ভবন।’ নুজহাত ইয়াসমিন আর