দর্শকের দিকে তেড়ে যাওয়ায় নিষিদ্ধ টটেনহ্যামের ডায়ার
প্রকাশিত: ০৯ জুলাই ২০২০, ০৭:৩৪
মাঠের সীমানা টপকে দর্শকসারিতে যাওয়া ও এক দর্শককে শাসানোয় চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টটেনহ্যাম হটস্পারের ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক ডায়ার। সঙ্গে ইংল্যান্ডের আন্তর্জাতিক এ খেলোয়াড়কে ৪০ হাজার পাউন্ড জরিমানাও করেছে এফএ। গত মার্চে এফএ কাপের পঞ্চম রাউন্ডে নরউইচ সিটির বিপক্ষে টাইব্রেকে হেরে যায় টটেনহ্যাম।
ম্যাচে পেনাল্টি শুট আউটে শট মিস করেন ডায়ার। দর্শকসারিতে এক সমর্থক ডায়ারের সমালোচনা ও উত্যক্ত করায় মেজাজ হারান ডায়ার। বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে তেড়ে যান সেই দর্শকের দিকে।