শিল্পী জীবনে টেলিভিশনের অনুষ্ঠানে সদ্য প্রয়াত কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোরকে খুব একটা দেখা যায়নি। রেকর্ডেড কিংবা হাল সময়ের লাইভ অনুষ্ঠানেও তাঁকে পাওয়া ছিলো বিরল ঘটনা! অথচ অসুস্থ হয়ে গেল বছর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার মাস দুয়েক আগে তিনি শেষ বারের মতো অংশ নিয়েছিলেন চ্যানেল আইয়ের একটি ঈদ অনুষ্ঠানে। তাঁকে সম্মান জানিয়ে নির্মিত বিশেষ সেই অনুষ্ঠানের নাম ছিলো ‘কত রঙ্গ জানো রে মানুষ’। যেখানে শুধু গান করেননি তিনি, কথা বলেছেন ক্যারিয়ারের বিভিন্ন বাঁক বদলের।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন নন্দিত অভিনেত্রী আফসানা মিমি, আর প্রযোজক ছিলেন অনন্যা রুমা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘ আট বছর পর কোনো টেলেভিশনে স্বশরীরে উপস্থিত হয়েছিলেন এন্ড্রু কিশোর।