নাক-চোখ-মুখে হাত দেয়া অনেকেরই সাধারণ অভ্যাস, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এমনকি হাতে থাকা করোনার জীবাণু চোখ, নাক, মুখ দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করে প্রাণহানি ঘটাতে পারে। এ সাধারণ অভ্যাস থেকে বিরত থাকলে করোনাভাইরাস ঠেকানো অনেকটাই সম্ভব। তাই মুখমণ্ডলে হাতের স্পর্শ ঠেকাতে বিশেষ ঘড়ি আবিষ্কার করেছে এক কিশোর। ওই কিশোরের নাম ম্যাক্স মেলিয়া।
বয়স ১৫ বছর। তার দাবি, অবচেতনভাবে মুখমণ্ডলে হাত দেয়া বন্ধে সাহায্য করবে ঘড়িটি। এতে করোনা সংক্রমণ অনেকটাই হ্রাস পাবে। খবর সিএনএন ভিবপ্রো নামের ঘড়িটি হাতেই লাগাতে হবে। মুখমণ্ডলের কাছে যদি হাত চলে যায় তখনই ঘড়িতে সতর্কবার্তা বেজে উঠবে।