মেলো-রোমান্টিক, ফোক ফিউশন থেকে শুরু করে নানা ধরনের গান করেছেন কণ্ঠশিল্পী ঐশী। এবার তিনি গাইলেন বিদ্রোহী কবির গান। কাজী নজরুল ইসলামের 'কথা কও কও কথা' গানটি সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন এই কণ্ঠশিল্পী।
ঐশী বলেন, "করোনার এই বন্দি সময়কে কাজে লাগাতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত নজরুলসংগীতের একটি অনলাইন কোর্সে অংশ নিয়েছিলাম। পাশাপাশি বরেণ্য শিল্পী ও শিক্ষক সুজিত মোস্তফার কাছে গান শেখা। নজরুলের 'কথা কও, কও কথা' গানটিও শিখেছি তার কাছে। গান প্রকাশ করার বিষয়েও অনুপ্রারণা জুগিয়েছেন তিনি। ছোটবেলা থেকে নানা ধরনের গানই করছি। কিন্তু নজরুলের আধুনিক অঙ্গের এই গান গেয়ে এত সাড়া পাব, সত্যি ভাবিনি।"