১২ বছর ধরে কাজী সালাউদ্দিনের সঙ্গে আরও যারা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১০:২৫

এক দিক থেকে স্লোগান, ‘উন্নয়নের জোয়ারে ভাসছে দেশের ফুটবল।’ আরেক দিকের আওয়াজ ‘ফুটবল শেষ।’ এক পক্ষ বলছে, ‘আগের যেকোন সময়ের চেয়ে এখন ফুটবলের কার্যক্রম বেশি।’ আরেক পক্ষের জবাব, ‘গত ১২ বছরে শেষ হয়ে গেছে দেশের ফুটবল।’ কেউ বলছেন, ‘সভাপতি হিসেবে কাজী মো. সালাউদ্দিনকে আবার দরকার।’ কেউ বলছেন, ‘তাকে সরাতেই হবে। তিনিই ফুটবল ডুবিয়েছেন।’ ফুটবলের উন্নয়ন হয়েছে না ডুবেছে সে বিচার করবে ফুটবলপ্রেমীরা। আমরা বরং একনজর দেখে নেই গত এক যুগ কাদের হাতে ছিল দেশের ফুটবল পরিচালনার দায়িত্ব। ‘ফুটবল শেষ’ বলে যাদের অভিযোগ তাদের কেউ কি ১২ বছরে কখনও বাফুফের নির্বাহী কমিটিতে থেকে কাজ করেছেন? সেটা মিলিয়ে নেবেন ফুটবল ভালোবাসা সাধারণ মানুষগুলো।

কাজী মো. সালাউদ্দিন এক যুগ ধরে সভাপতি। দলপতি হিসেবে সাফল্য-ব্যর্থতার হিসেবটা তার ওপরই বেশি যাবে। যদিও ফুটবল খেলার মতো ফুটবল পরিচালনাও টিমওয়ার্কের বিষয়। ফুটবল পরিচালনার অধিনায়ক কাজী মো. সালাউদ্দিন হলে সহ-অধিনায়ক এবং অন্যান্য খেলোয়াড় কারা? ২০০৮ সাল থেকে চলমান কমিটি পর্যন্ত ৩৭ জন দেশের ফুটবল পরিচালনার দায়িত্বে ছিলেন এবং আছেন। কাজী মো. সালাউদ্দিন ১২ বছর ধরে সভাপতি। তিনি একা নন, আরও ৮ জন আছেন টানা এক যুগ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us