করোনা ভাইরাসের এই সময়ে ভূতুরে বিদ্যুৎ বিলের কবলে পড়ছেন অনেকই। জনসাধারণের পাশাপাশি তারকা সেলিব্রেটিরাও এর কবলে পড়ছেন। কিছুদিন আগে একমাসে ৩৬ হাজার টাকা বিদ্যুৎ বিল আসার কথা জানিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু।
অভিনেতা বীর দাসও তার টুইটারে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল চার্জ করা নিয়ে অভিযোগ করেছেন। ভারত সরকার বিষয়টির সুরাহা দিতে তিন মাস বিদ্যুতের বিল স্থগিত রাখতে সংস্থাগুলোকে অনুরোধ করেছিল। সেই অনুরোধ প্রাধান্য দিয়ে মার্চ-মে মাস বিল পাঠায়নি কোনও বিদ্যুত বন্টনকারী সংস্থা। জুন মাস থেকে ফের বিল আসা শুরু হয়েছে। আর সেই বিলের অঙ্ক দেখে মাথায় হাত সাধারণ মানুষ থেকে বলিউড তারকাদের।
ইতিমধ্যে মুম্বই শহরে বিদ্যুৎ বণ্টনের দায়িত্বে থাকা আদানি পাওয়ারকে কাঠগড়ায় তুলে টুইট করা শুরু করেছেন তাপসী পান্নু থেকে সোহা আলি খান সেই তালিকা নাম আছে হুমা কুরেশি থেকে রাজ কুন্দ্রার। সেই তালিকায় এবার নাম ঢুকলো আরশাদ ওয়ারসির। তবে সরাসরি প্রতিবাদের পথে না হেঁটে রসিকতার সুরে আমদানি পাওয়ারকে কটাক্ষ করেছেন বলিউডের সার্কিট।