করোনায় শ্রমিক সংকট, পণ্য পরিবহন ও আর্থিক টানাপোড়েনের মতো সমস্যার মুখোমুখি হয়েছে কৃষক। যদিও গত বছরের বছর ও এই বছরের ফলন প্রায় এক, তবুও এই সব সমস্যার কারণে বোরোর উৎপাদন কৃষকের প্রত্যাশিত পরিমাণের চেয়ে সাত শতাংশ (প্রতি একরে চার মণ) কমেছে। কৃষকের প্রত্যাশিত লাভের পরিমাণ কমে গেছে ৪০...