অবিস্মরণীয় এক কণ্ঠ

সমকাল প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০০:১০

এন্ড্রু কিশোর আর নেই- খবরটি শোনামাত্র মনে হলো, আমার সত্তার একটি অংশের মৃত্যু হলো। যার সঙ্গে গানে গানে এতটা বছর পথ পাড়ি দিয়েছি, সে মানুষটি আমাদের মাঝে নেই, ভাবতে কষ্ট হচ্ছে। একসময় প্লেব্যাকের জুটি মানেই ছিল এন্ড্রু কিশোর-সাবিনা ইয়াসমিন। এ জুটির আজ [গতকাল] বিদায় হয়েছে। এটা যে কত বড় বেদনার, তা কোনোভাবেই বোঝাতে পারব না।

আমরা একসঙ্গে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছি। আমাদের অনেক গানই শ্রোতারা গ্রহণ করেছেন। ব্যক্তি এন্ড্রু কিশোরের অনেক গান শ্রোতাপ্রিয় হয়েছে। তার অনেক গান সবসময়ই শ্রোতাদের মুখে মুখে ফেরে। সম্ভবত বাংলা ভাষায় এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানের সংখ্যা সবচেয়ে বেশি। এখনও কোথাও বেড়াতে গেলে প্রিয় মানুষের [এন্ড্রু কিশোর] গান শুনতে পাই। একসঙ্গে গান করতে গিয়ে দু'জনের বন্ধুত্বও গাঢ় হয়েছে। সে বন্ধুটি, সে মানুষটি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরই আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us