করোনা আক্রান্তের ঝুঁকির মধ্যেই স্বাভাবিক হচ্ছে নগরজীবন!
প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১৯:০০
এখনো পিছু ছাড়েনি বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকি। তবে জীবন ও জীবিকার তাগিদে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন তা জেনেই। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছেন সবাই। ফলে প্রতিদিনই সড়কে বাড়ছে মানুষের সমাগম; ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে নগরজীবন।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে রাজধানীর দৃশ্যপট। সংক্রমণ থেকে বাঁচতে অনেকেই ঢাকাকে একা ফেলে গ্রামে চলে গেছেন। আর যারা শহরে আছেন, তারাও অনেকে স্বেচ্ছায় ঘরবন্দি। তবে তিন মাসেরও বেশি সময় ঘরে বসে থাকায় আয়-রোজগার কমে যাওয়ায় ঝুঁকি নিয়েই মানুষ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন এখন।
সোমবার (০৬ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিভিন্ন শপিংমল ও মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশপথে তাপমাত্রা মাপার যন্ত্রসহ জীবাণুমুক্তকরণ মেশিন ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রেখে করোনা প্রতিরোধের চেষ্টা চলছে। যারা বাইরে বের হচ্ছেন তারা মুখে মাস্ক, হাতে গ্লাভস, ফেসশিল্ডসহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে তবেই বের হচ্ছেন।