ঝিনাইদহে বাসাবাড়িতে মিললো মিটফোর্ড হাসপাতালের বিপুল ওষুধ

বণিক বার্তা প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৭:০১

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি বাড়ি থেকে বিপুল পরিমান সরকারি ও আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করেছে র‌্যাব। আজ রোববার দুপুরে এ অভিযান চালায় র‌্যাব।

এ ঘটনায় জড়িত সন্দেহে দীপক বিশ্বাস নামের একজনকে আটক করা হয়েছে। দীপক বিশ্বাস ওই এলাকার দীলিপ বিশ্বাসের ছেলে।র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, শহরের চাকলাপাড়ার একটি বাসায় সরকারি বিক্রয় নিষিদ্ধ ও আমদানি নিষিদ্ধ ওষুধ মজুদ করা আছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় বাড়ি তল্লাশি করে ১৪ কার্টন ওষুধ উদ্ধার করা হয়। আটক করা হয় বাড়ির মালিক দিপক বিশ্বাসকে।র‌্যাব আরো জানায়, ঢাকার মিটফোর্ড হাসপাতাল থেকে এই সরকারি ওষুধ ঝিনাইদহে আনা হয়েছে। এগুলো ঝিনাইদহ ও আশপাশের জেলার গ্রামাঞ্চলের চিকিৎসকদের মাধ্যমে বিক্রি করা হয় বলে আটককৃত ব্যক্তি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us