বাংলাদেশের অনেক গ্রামেই এখন সৌরবিদ্যুতের ব্যবহার হচ্ছে৷ কোনো বাড়িতেই যাতে সেই বিদ্যুতের অপচয় না হয়, সে প্রযুক্তি আবিষ্কার করেছে বাংলাদেশের একটি স্টার্ট আপ৷ এজন্য আন্তর্জাতিক জলবায়ু পুরষ্কারও পেয়েছে প্রতিষ্ঠানটি৷
২০১৪ সালে যাত্রা শুরু করে সোলশেয়ার৷ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সোলার প্যানেল থেকে বিভিন্ন বাড়িতে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, তা একটি ব্যাটারি স্টোরেজে জমা হয়৷ কিন্তু একবার সেই ব্যাটারির ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে গেলে সোলার প্যানেলের বাকি বিদ্যুৎ আর জমা হয় না৷ এর ফলে এক বিলিয়ন ডলার মূল্যেরও বেশি সৌরবিদ্যুৎ নষ্ট হয়৷
জাতীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে থাকা বাড়িগুলোতেই সৌরবিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে৷ এক্ষেত্রে বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোর একটি বাংলাদেশ৷ দেশের প্রায় ৫০ লাখ বাড়িতে রয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা৷
সোলশেয়ারের প্রকল্প পরিচালক সালমা ইসলাম বলেন, ‘‘আমরা এমন এক ডিভাইস তৈরি করেছি যাতে বাড়তি বিদ্যুৎ জমা রাখা যাবে এবং এটা বিক্রি করে মানুষ অর্থও উপার্জন করতে পারবে৷’’
সৌরবিদ্যুৎ ব্যবস্থার সঙ্গে এই ডিভাইস সংযুক্ত করলে বাড়তি বিদ্যুৎ একটি মাইক্রোগ্রিডে সরবরাহ করা যাবে৷ অন্য সোলশেয়ার ব্যবহারকারীরা এই গ্রিড থেকে চাইলে বাড়তি বিদ্যুৎ কিনতেও পারবেন৷ ফলে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপচয় কমানো সম্ভব হবে৷