ভারতের নাগাল্যান্ড রাজ্য সরকার কুকুরের মাংস আমদানি, বাণিজ্য এবং বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যের সরকার স্থানীয় পশুঅধিকার কর্মীদের অব্যাহত আন্দোলনের মুখে এ ঘোষণা দিল। এটি ভারতে কুকুরের প্রতি মানুষের সহিংসতার অবসানে বড় ধরনের অর্জন বলে মনে করছে পশু অধিকার সংগঠনগুলো।
তবে নাগরিক সমাজের অনেকেই সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করছেন। তাদের যুক্তি, এটা রাজ্যের খাদ্য সংস্কৃতির ওপর আক্রমণ। ভারতের অধিকাংশ অঞ্চলেই কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ। তবে উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বিশেষ কিছু সম্প্রদায় এটি উপাদেয় খাদ্য হিসেবে গ্রহণ করেন। তাদের সংস্কৃতির অংশ বলেই মনে করেন তারা।
কুকুরের মাংস নিষিদ্ধ করার ব্যাপারে গত শুক্রবার নাগাল্যান্ড রাজ্যের মুখ্যসচিব তেমজেন তয় টুইটারে বলেন, রাজ্য সরকার বাণিজ্যিকভাবে কুকুর আমদানি, বাণিজ্য এবং কুকুর বেচাকেনার বাজার, সেই সঙ্গে কুকুরের মাংস বিক্রি নিষিদ্ধ করেছে। কাঁচা বা রান্না করা দুই মাংসই নিষিদ্ধ। রাজ্য মন্ত্রিসভার এ সুবিচেনাপ্রসূত সিদ্ধান্তকে স্বাগত।