ঘণ্টায় হাজারের বেশি আক্রান্ত হচ্ছে ভারতে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৪:১৫

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এর মধ্যেই আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ লাখ পার হয়ে গেছে। এদিকে আগের সব রেকর্ড অতিক্রম করে একদিনেই আরও ২৪ হাজারের বেশি আক্রান্তের রেকর্ড হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৫০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ প্রতি ঘণ্টায় এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ১৬৫।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ৬১৩ জন। এখন পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮। অপরদিকে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৪ লাখ ৯ হাজার ৮৩।

টানা ৯ দিন ধরে ভারতে প্রতিদিন ১৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিকেল সায়েন্সেসের (এআইআইএমএস) পরিচালক ডা. রণদীপ গুলেরিয়া বলেছেন, ভারতে কোভিড-১৯ এর চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us