করোনা রোগীদের জন্য আইসিইউ বেড করতে সহযোগিতা চায় গণস্বাস্থ্য

ঢাকা টাইমস প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৩:৩০

সরকারি হাসপাতালের পাশাপাশি দেশে বেসরকারি হাসপাতালগুলোতেও চলছে করোনা রোগীদের চিকিৎসা। এজন্য হাসপাতালগুলোতে রোগীদের আইসিইউ প্রয়োজন হয়। গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনায় আক্রান্তদের চিকিৎসার জন্য ১৫ শয্যাবিশিষ্ট একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করতে চায় গণস্বাস্থ্য কেন্দ্র।

এজন্য সবার কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।

গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রে দান করা সকল অর্থ আয়কর মুক্ত।

এর আগে কলেজটির ভাইস প্রিন্সিপাল আইসিইউ বেড তৈরির পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

গত ৩০ জুন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল (উপাধ্যক্ষ) ও কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেছিলেন, ‘গণস্বাস্থ্য নগর হাসপাতাল করোনা রোগীদের জন্য শিগগিরই ১৫ শয্যার একটি আইসিইউ চালু করতে যাচ্ছে। অসুস্থতার মধ্যেও অর্থ জোগাড়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং সার্বিক কর্মকাণ্ডের পর্যবেক্ষণও করছেন তিনি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us