বগুড়ায় ৩৭৩ নমুনায় ৬১ জনের করোনা পজিটিভ

সমকাল প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৩:২৮

বগুড়ায় ৩৭৩টি নমুনায় ৬১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হলেন। পরীক্ষা অনুপাতে আক্রান্তের হার ১৬ দশমিক ৩৫ শতাংশ। রোববার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত অনলাইন ব্রিফিংয়ে ৪ জুলাইয়ের নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন তার ব্রিফিংয়ে জানান, জেলায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে আরও ৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৯৩৭ জন সুস্থ হলেন। তবে একই সময়ে করোনা আক্রান্ত হয়ে আরও একজন মারা যাওয়ায় মৃতের সংখ্যা ৬১ তে গিয়ে ঠেকেছে।

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ৪ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৪ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ১৮৫টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে ৩৭টি।

ডা. তুহিন আরও জানান, নতুন করে আক্রান্ত ৬১ জনের তেমন কোন উপসর্গ না থাকায় তাদের নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us