যুক্তরাষ্ট্রকে দূরে ঠেলে, চীনকে কাছে টানছে ইউরোপ!

বণিক বার্তা প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১১:০২

৭০ বছরেরও বেশি সময় ধরে ট্রান্স-আটলান্টিক জোট মিলে অটল এক সম্পর্ক গড়ে তুলেছিল, যার ওপরই গড়ে উঠেছে উন্নত এক ইউরোপের ভিত্তি। আর বিশ্বজুড়ে কর্তৃত্ব স্থাপনের লড়াইয়ে নেতৃত্বও দিয়েছে পশ্চিমা সামরিক-রাজনৈতিক জোট, যার নেতৃত্বে ছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এই সম্পর্কে এখন বড় এক ফাঁটল দেখা দিয়েছে।

২০২০ সালে এসে বড় অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে আটলান্টিকের দুই পাড়ের এই সম্পর্ক। নভেল করোনাভাইরাস রাজনীতি, অর্থনীতিসহ নানাভাবে বিশ্বকে বদলে দিচ্ছে। গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়ন ‘নিরাপদ’ দেশের তালিকা থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্রকে। তার মানে, যুক্তরাষ্ট্রে ভাইরাসটির প্রকোপ না কমায় অদূর ভবিষ্যতে ইউরোপে আমেরিকানদের স্বাগত জানানো হবে না। যদিও বিতর্কিতভাবে যুক্তরাষ্ট্রের বড় প্রতিদ্বন্দ্বী চীনকে এ তালিকায় রেখেছে ইউরোপ, যে চীনে করোনাভাইরাসের উৎপত্তি। এখানে ইউরোপ ও চীনের পারস্পরিক সমঝোতা রয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্য এখানে রাজনৈতিক কোনো কারণ দেখছে না, তারা এখানে মহামারীর তথ্য-প্রমাণকেই ভিত্তি হিসেবে নিয়েছেন। অন্তত এই কথাটি শান্ত করতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যিনি একাধিকবার ইউরোপিয়ান ব্লককে আক্রমণ করেছেন।ইউরোপেরই কেউ কেউ অবশ্য এমন সিদ্ধান্তের বিরোধী। নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের এক কূটনীতিক বলেছেন, ‘অতীতে আমি দেখেছি, যুক্তরাষ্ট্রকে খুশি করতে আমরা চীনকে রাখতাম না।’

বর্তমান ভূ-রাজনৈতিক অবস্থা বিবেচনায় এ বিষয়টি ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে। যদিও কভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ওয়াশিংটনের এখন হয়তো ইউরোপিয়ান বিষয় নিয়ে ভাবার সুযোগ নেই। এটাও সবার জানা, ইউরোপিয়ান জাতিগুলো যুক্তরাষ্ট্র থেকে বৃহত্তর কূটনৈতিক স্বায়ত্তশাসন চায়। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশের জন্যই এটি সত্য।  ব্রাসেলস হয়তো এখন চীনকে যুক্ত করার মধ্য দিয়েই ওয়াশিংটনের সঙ্গে দূরত্ব তৈরি করতে চায়। চীন এ মহাদেশটির কৌশলগত ও অর্থনৈতিক সহযোগী। আবার বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে একটা ভারসাম্য তৈরি করতে চায় ইউরোপ। 

গত কয়েক বছর ধরে ট্রাম্পের আচরণও সম্পর্কে ফাঁটল ধরানোর পেছনে অবদান রেখেছে। প্যারিসের জলবায়ু সম্মেলন, ইরানের নিউক্লিয়ার চুক্তি, ফাইভজি নেটওয়ার্কসহ অনেক ইস্যুতে ট্রাম্পের খামখেয়ালি আচরণ ইউরোপকে ক্ষুব্ধ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us