কোরিওগ্রাফার সরোজ খানের সুপারহিট কিছু গান

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৫:১৩

মাধুরী দীক্ষিত একবার বলেছিলেন, বলিউডে কীভাবে নাচতে হয় তা তাকে শিখিয়েছেন সরোজ খান। শুধু মাধুরী দীক্ষিত নয়, একই ধরণের মন্তব্য করেন শাহরুখ খানসহ বহু তারকাই। তাকে ডান্স গুরু মানেন বলিউডের সকল অভিনেতা। বলিউডের সর্বকালের জনপ্রিয় অনেক গানেরই কোরিওগ্রাফার ছিলেন তিনি।

সর্বকালের সেরা সুপারহিট হিন্দি গানগুলোর মধ্যে অনেকগুলোরই কৃতিত্ব রয়েছে সরোজ খানের। লোক, ধ্রুপদী কিংবা আধুনিক – সব ধরণের নৃত্যেই তিনি ছিলেন পটিয়সী। বলিউডের ‘ড্যান্স গুরু’ সরোজ খানের মৃত্যুর পর আরেকবার দেখে নেওয়া যাক তার সেরা কিছু গান।  ১। ধাক ধাক – বেটা (১৯৯২) ২। হাওয়া হাওয়াই – মি. ইন্ডিয়া (১৯৮৭) ৩। চুরা কি দিল মেরা – ম্যায়ঁ খিলাড়ি তু আনারি (১৯৯৪) ৪। এক দো তিন – তিজাব (১৯৮৮) ৫। হামকো আজ কাল হ্যায় – সয়লাব (১৯৯০) ৬। কাটে নাহি কাট তে – মি. ইন্ডিয়া (১৯৮৭) ৭। তাম্মা তাম্মা লোগে – থানেদার (১৯৯০) ৮। নিম্বুরা – হাম দিল দে চুকে সনম (১৯৯৪) ৯। দোলা রে – দেবদাস (২০০২) ১০। মেরে হাথোঁ মে নউ নউ চুড়িয়াঁ – চাঁদনি (১৯৮৯) ১১। ইয়ে কালি কালি আঁখেঁ – বাজিগর (১৯৯৩) ১২।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us