টেনিসে করোনার থাবা, ‘জকোভিচ মূল দোষী নন’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৪:০৮

আদ্রিয়া টেনিস ট্যুরের আয়োজন করে চরম সমালোচনার মুখে পড়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। সেই টুর্নামেন্ট থেকে জকোভিচ নিজেসহ অংশ নেয়া খেলোয়াড় এবং বেশ কয়েকজন অফিসিয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই টেনিস দুনিয়ার প্রায় সবাই এর জন্য দায়ী করছেন জকোভিচকেই।

তবে আরেক টেনিস তারকা জো উইলফ্রেড সোঙ্গা মনে করেন, টেনিস টুর্নামেন্টে করোনার থাবায় জকোভিচ মূল দোষী নয়। তার মতে, সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষকে নিতে হবে এই দায়। কেননা তাদের অনুমতি ছাড়া এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব ছিল না। নিস ম্যাটিনকে দেয়া সাক্ষাৎকারে সোঙ্গা বলেছেন, ‘সে (জকোভিচ) এমন একটা টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছে কারণ তার কাছে সবধরনের অনুমতি ছিল। সে হয়তো বেশি আত্মবিশ্বাস দেখিয়েছে তবে জকোভিচই এখানে মূল দোষী নয়। সে ভেবেছে হয়তো সবকিছু ঠিকই আছে। এখানে তাকে দায়ী করা ঠিক হবে না।’ শুধু সোঙ্গাই নয় সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বারতোলিও পাশে দাঁড়িয়েছেন সার্বিয়ান তারকা জকোভিচের। কেননা জকোভিচ কোন আইন ভঙ্গ করেননি।

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে জকোভিচের টুর্নামেন্টের আগেই ২৫ হাজার দর্শক নিয়ে আয়োজিত হয়েছে ফুটবল ম্যাচ। তাই এ টেনিস টুর্নামেন্টের কারণে জকোভিচকে দায় দেয়া উচিৎ নয় বলে মনে করেন বারতোলি। তিনি বলেছেন, ‘সবার কঠিন সময়ের মধ্যে জকোভিচ শুধু একটা টেনিস টুর্নামেন্ট আয়োজন করেছে। বেলগ্রেডে এটা করা তার জন্য খুবই স্পেশাল ছিল কারণ, এখানেই সে বড় হয়েছে।’ তিনি আরও যোগ করেন, ‘এটা ভুলে গেলে চলবে না, কয়েকদিন আগে বেলগ্রেডে এক ফুটবল ম্যাচেও ২৫ হাজার দর্শক ছিল। যেটাকে সার্বিয়ান সরকারই অনুমতি দিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us