পোস্তগোলা ব্রিজ নামে পরিচিত প্রথম বুড়িগঙ্গা সেতুর ফাটল বাড়ছে। রাতে দ্রুতগতির যান চলাচল করায় ফাটলের পরিধি বেড়ে চলেছে। ফাটল ধরার এক সপ্তাহ অতিক্রম হলেও এখনো শুরু হয়নি সংস্কারকাজ। এ কারণে নিয়মিত যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি অনেকটা আতঙ্কে ব্রিজ পার হচ্ছে মানুষ। এদিকে, ব্রিজ সংস্কারকাজ শুরু করতে আরো দুদিন সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ দুদিন পর্যবেক্ষণ করে সেতু সংস্কারের পদ্ধতিসহ সংশ্লিষ্ট অন্যান্য সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তাঁরা। গত মঙ্গলবার 'ময়ূর-২' নামে একটি লঞ্চের ধাক্কায় 'মর্নিং বার্ড' নামে অন্য একটি লঞ্চ বুড়িগঙ্গায় ডুবে যায়। নিমজ্জিত লঞ্চটি উদ্ধারে নারায়ণগঞ্জ থেকে আসার