সৌরভকে নেতৃত্ব থেকে সরাতে চেয়েছিলেন বুকানন

ঢাকা টাইমস প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ০৮:৪১

শুরুতে সমস্যা না থাকলেও সময় যত এগিয়েছিল, সৌরভ গাঙ্গুলির সঙ্গে জন বুকাননের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে উঠেছিল। কলকাতা নাইট রাউডার্সের সাবেক কোচ-অধিনায়কের বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন আকাশ চোপড়া। যিনি তৎকালীন নাইট শিবিরের সদস্য ছিলেন। বলেন, সেসময় সৌরভকে সরিয়ে দিতে চেয়েছিলেন বুকানন।

আইপিএলের প্রথম দু‌বছর নাইটরা সাফল্য পায়নি। দু‌জনের কাজের ধরন এবং মানসিকতা ভিন্ন হওয়াতেই সমস্যার সূত্রপাত। সৌরভ-বুকানন অধ্যায় দলে বিভাজন তৈরি করেছিল বলেও নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন ওপেনার।

আকাশের কথায়, ‘‌আইপিএলের প্রথম বছর বুকানন কোচ, রিকি পন্টিংও তখন দলের সদস্য। সৌরভ অধিনায়ক। পুরো ব্যাপারটাকে আমি খুব কাছ থেকে দেখেছি। শুরুতে ওদের সম্পর্ক খুব ভাল ছিল। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই সেটা খারাপ হয়েছে।’‌

২০০৯ সালে দলে ‘‌একাধিক অধিনায়ক তত্ত্ব’‌ চালু করতে চেয়েছিলেন বুকানন। সেটা নিয়েই সৌরভের সঙ্গে সমস্যার শুরু বলে পরবর্তী সময়ে দাবি করেছিলেন বুকানন। আকাশ চোপড়া বলছেন, ‘‌বুকাননের কাজের ধরন অন্যরকম ছিল। সৌরভ ছিল অন্য প্রকৃতির। আর দিনের শেষে বুকাননের লক্ষ্য ছিল নেতৃত্ব থেকে সৌরভকে ছেঁটে ফেলা। ২০০৯ সালে সেটা হয়েওছিল। ব্রেন্ডন ম্যাককলামকে দলের নেতা করে দেওয়া হল। কারণ প্রথম বছর সৌরভের নেতৃত্বে দল পয়েন্ট তালিকায় ছয় নম্বরে শেষ করেছিল। আর পরেরবার সৌরভ নেতৃত্বে না থাকায় দল আট নম্বরে (‌সবার শেষে)‌ শেষ করল।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us