নাগাল্যান্ডে নিষিদ্ধ হলো কুকুরের মাংস বিক্রি, বন্ধ আমদানিও
প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ০০:১২
কুকুরের মাংসের বাণিজ্যিক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নাগাল্যান্ড। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব টেমজেন টয় এই তথ্য জানান। খবর এনডিটিভির
টেমজেন টয় বলেন, "রাজ্য সরকার কুকুরের বাণিজ্যিক আমদানি ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা জারি থাকবে কুকুর মার্কেট, মাংসের ওপর। রান্না করা কিংবা কাঁচা যে কোনও ধরনের মাংস বিক্রি নিষেধ। রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্ত প্রশংসনীয়।"
জানা গেছে, ডিমাপুর বাজারে কুকুরের মাংস বিক্রির একটা ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ছবি ঘিরে হইচই শুরু হতেই এই সিদ্ধান্ত, এমনটাই সূত্রের খবর।