করোনার নতুন জাত ‘ডি৬১৪জি’, নিয়ে ভয়! শরীরে ঢুকছে সহজে!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৮:৫৩

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বের এক কোটি ১০ লাখ ১৮ হাজার ৯০৭ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২৪ হাজার ৫২৮ জন। এবার সেই ভাইরাসটি নতুন জাত বা রূপে মানুষকে সংক্রমিত করছে বলে দাবি করছে গবেষণা। করোনাভাইরাস (কোভিড-১৯) নিজের চরিত্র বদল করে মানুষকে সংক্রমিত করছে।

যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি এবং যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, করোনার নতুন স্ট্রেন বা জাত অথবা বংশের নাম ‘ডি৬১৪জি’। এটি ভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। এ রূপেই এখন সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।

গবেষকদের মতে ‘ডি৬১৪জি’ নামের এ রূপ অনেক ছোট। তবে ভাইরাসের উপরিভাগের ‘স্পাইক’ প্রোটিনগুলোতে কার্যকর পরিবর্তন আনতে পারে। ফলে মানুষের শরীরের কোষগুলোতে ভাইরাস খুব সহজে প্রবেশ করতে পারে।

জিআইএসঅ্যাআইডি ডাটা বেইস থেকে সংগ্রহ করা এ তথ্যে ১০ হাজারেরও বেশি ভাইরাল সিকোয়েন্স ছিল। এগুলো দেখেই ভাইরাস নিজেকে পরিবর্তন ও মানুষকে সংক্রমিত করার ধরণ সম্পর্কে সিদ্ধান্ত নেন গবেষকেরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us