করোনাকাল যেন নারীর জন্য এক ঘোরতর দহনকাল। বাল্যবিবাহ তথা করোনাকালে নারীর জীবন ক্ষতিগ্রস্ত হওয়াবিষয়ক জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক সমীক্ষায় ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। তারা বলেছে যে বিশ্বব্যাপী ৩৩ হাজার নারী, যাদের বয়স আঠারো বছরের নিচে, তারা জোরপূর্বক বাল্যবিবাহের শিকার হবে। তাদের স্বামী হবে অনেক বেশি বয়সের পুরুষ। এ চিত্র বড়ই দুর্ভাগ্যজনক।
যদিও ইউএনএফপিএ তার জনসংখ্যাবিষয়ক ২০২০ সালের রিপোর্ট প্রকাশের জন্য ৩০ জুন একটি ভার্চু্যয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিন্তু সেখানে কারোনাকালে নারীর নতুন বিপদ সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারিত হয়। নারী সমাজে এখনো দুর্বল, তার কিছু ক্ষমতায়ন তাকে এখনো যথেষ্ট সুরক্ষা দেয়নি। দুর্বলের ওপর সবলের সেই অত্যাচারের নীতি নারীকে এখনো নিপীড়িত ও বঞ্চিত করে চলেছে। বাংলাদেশের সমাজে নারীর ওপর গত কয়েক মাসে নিপীড়নের মাত্রা বেড়েছে। কিন্তু প্রতিকারের উপায়গুলা সব রুদ্ধ বা বন্ধ রয়েছে।