সারা বিশ্ব কাঁপছে এক অদৃশ্য ভাইরাসে। এর প্রদুর্ভাবে লাখ লাখ মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই ভাইরাস প্রতিরোধে সক্ষম এমন কোনো ভ্যাকসিন এখনো সফলতার মুখ দেখেনি। তবে জানানো হয়েছে, এ বছরের মধ্যেই বাজারে পাওয়া যেতে পারে করোনার কাঙ্ক্ষিত ভ্যাকসিন।
এমন অবস্থায় ভারতের একটি গবেষণাপ্রতিষ্ঠান জানিয়েছে, নিম, হলুদ আর তুলসি ঠেকাতে পারে করোনাভাইরাসকে। লখনৌয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, দেশীয় আয়ুর্বেদিক উপাদান যেমন- নিম, হলুদ, তুলসি, গুলঞ্চ, অশ্বগন্ধার সংমিশ্রণ শুধু রোগ প্রতিরোধ শক্তি বাড়াতেই নয়, শরীরে ঢুকে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ছড়ানোর ক্ষমতাকেও আটকে দিতে পারে।