গ্রামে ঘুরতে ঘুরতে খোলা কুয়ায় পড়ে গিয়েছিল একটি হাতি। কয়েক ঘণ্টা চেষ্টার পর নিজেকে কুয়া থেকে তুলতে পারেনি সে। নিজের বিপদ আঁচ করতে পেরে প্রাণ বাচাতে আকুতির সুরে মানুষকে ডাকে হাতিটি। সেই ডাকে সাড়া দিয়ে মানুষের সাহায্যে হাতিটিকে উদ্ধার করে বন দফতর।
বুধবার রাতে ভারতের কেরলার এর্নাকুলাম এলাকায় কুয়ায় পড়া হাতিটিকে উদ্ধার করার খবর জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
ওই সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, হাতিটি নিজেই কুয়া থেকে উঠার জন্য কয়েক ঘণ্টা চেষ্টা করেছিল। কিন্তু কোনো কূল না পেয়ে প্রাণ হারানোর বিপদ আঁচ করতে পেরে মানুষকে ডাকতে শুরু করে বলে বন দফতর দাবি করছে।
এক বন কর্মকর্তা এনডিটিভিকে জানান, নিজের চেষ্টায় কুয়া থেকে উঠতে ব্যর্থ হয়ে স্থানীয় লোকদের ডাকা শুরু করে হাতিটি।