দেশে আজ ৭০ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৫:০৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার জন্য আরো একটি নতুন ল্যাব যুক্ত হওয়ায় মোট ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নানা সীমাবদ্ধতার মাঝেও সবগুলো ল্যাব মিলে গত ২৪ ঘণ্টায় আগের সংগ্রহ মিলে ১৮ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  নমুনা পরীক্ষায় দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন চার হাজার ১৯ জন।  বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।


সুস্থ হয়েছেন আরও চার হাজার ৩৩৪ জন। মোট সুস্থ ৬৬ হাজার ৪৪২ জন। ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে একটি ল্যাব যুক্ত হয়েছে। এছাড়া গতকাল নতুন একটি ল্যাব যুক্ত হয়ে ৬৯টি হয়েছিল। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৪৭টি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us