মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলা, নিহত অন্তত ২৪

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১১:২১

মেক্সিকোতে মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রাথমিকভাবে সাতজন বলে জানা গেছে। ঘটনার বীভৎসতায় স্তম্ভিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। মেক্সিকোর স্থানীয় সময় বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

বুধবার সিকিউরিটির সেক্রেটারি পেড্রো আলবার্তো কর্টেস জাভালা এই ভয়াবহ হামলার খবর জানান। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যারা ওই মাদক নিরাময় কেন্দ্রে ছিল, তাদের সবাইকে গুলি করেছে দুষ্কৃতিকারীরা। গত মাসে আরেকটি সশস্ত্র হামলার পর এবার হামলার ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন সে দেশের প্রশাসন ও সাধারণ মানুষ।

ডিজিটাল নিউজ আউটলেট ইএল ইউনিভার্সাল জানিয়েছে, সশস্ত্র দলটি একটি লাল ট্রাকে করে ওই কেন্দ্রে পৌঁছে মাদক নিরাময় কেন্ত্রে থাকা রোগীদের দিকে কয়েক দফা টানা গুলি চালায়। এরপর তারা পালিয়ে যায়। গুলিতে আহত ব্যক্তিদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us