আসছে ভ্যাট অনার কার্ড

সময় টিভি প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ২১:৫৪

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের ৯০% এর বেশি নিবন্ধিত ব্যবসায়ী প্রতিপালনকারী ভ্যাটদাতা হিসেবে স্বীকৃত যা সারা দেশে সর্বোচ্চ। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ১১৬ অনুযায়ী প্রতিপালনকারী ভ্যাটদাতাগণ মূসক সম্মাননাপত্র পাবেন এবং বিধি ১১৭তে বর্ণিত কাজের জন্য তা ব্যবহৃত হবে।

এটি কি শুধুই একটি কার্ড? এর কি কোন ব্যবহার আছে?

মূসক আইন ও বিধিমালা অনুযায়ী ১ জুলাই হতে ভ্যাট অনার কার্ড বিভিন্ন কাজে ব্যবহৃত হবে। আইনের আওতায় বেশ কিছু কাজ করতে চাইলে ভ্যাট অনার কার্ড লাগবে। এগুলো আইনগত ব্যবহার। আবার, যশোর কমিশনারেট হতে প্রতিপালনকারী (Compliant) ভ্যাটদাতা হিসেবে আপনাদেরকে সামাজিকভাবে সম্মানিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ, ভ্যাট অনার কার্ডধারীগণ আইনগত এবং সামাজিক উভয় ধরণের সুবিধা পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us