গাড়ি চোর। তবে তিনি শুধু চুরি করে গাড়ি নিয়ে যান না, উল্টো রেখেও যান। নতুন গাড়ি চুরি করে পরিবর্তে রেখে যান পুরানো গাড়ি। রাজধানীতে এমন এক গাড়ি চোরকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয়েছে চোরাই ১৫টি গাড়ি। ২২ জুন রাজধানীর বারিধারায় একটি গাড়ি চুরি হয়।
সিসিটিভি ফুটেজ দেখে চোরকে চিহ্নিত করে পুলিশ। কিন্তু অন্য চোরদের থেকে অনেকটাই আলাদা এই চোর। শুধুমাত্র টয়োটা প্রোভোক্স চুরি করে জীবন নামের এই চোর। নাম্বার প্লেট, চ্যাসিস পরিবর্তন করে গাড়ির যন্ত্রাংশ বিক্রি করে দেয়। এরপর পুরনো হয়ে যাওয়া গাড়িটি রেখে যায় নতুন গাড়ির জায়গায়। রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার (২৯ জুন) রাতে গ্রেফতার করা হয় জীবনকে। তার দেওয়া তথ্যে ২ সহযোগীকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চোরাই গাড়ী। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এর আগেও জীবনের কাছ থেকে ১৫টির বেশি চোরাই গাড়ী উদ্ধার করা হয়েছে। মূলত নেশার টাকা যোগার করতেই গাড়ী চুরি করতো জীবন। গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সে ঘটনাস্থলে যাবার সময় আরেকটি অবৈধ বা চুরি করা গাড়ি ব্যবহার করে।