‘করোনা দুর্যোগে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক’

ঢাকা টাইমস প্রকাশিত: ৩০ জুন ২০২০, ২৩:৩৪

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে গণবিরোধী এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। মঙ্গলবার সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, করোনা দুর্যোগের এই অস্বাভাবিক সময়ে পানির দাম বৃদ্ধির ঘোষণা করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন-রোজগারহীন মানুষের উপর নতুন দুর্যোগ নামিয়ে আনবে।

বিৃবতিতে বলা হয়, ওয়াসা সেবার মান না বাড়িয়ে পানির গুনগত মান উন্নয়ন না করে দফায় দফায় দাম বাড়িয়ে জনদুর্ভোগ বাড়িয়ে চলছে। দাম বৃদ্ধির সময় বিশ্বের উন্নত শহরের পানির দামের সাথে ঢাকা শহরের তুলনা করা হয় কিন্তু ওই সব শহরের সেবার মান ও পানির গুণগত মানের সাথে তুলনা করা হয় না।

গত ১২ বছরে ওয়াসা ১৪ বার পানির দাম বৃদ্ধির উদ্যোগ নিয়েছে এবং শতভাগ দাম বৃদ্ধি করেছে। বিভিন্ন এলাকায় গরমকালে পানির সংকট দেখা যায় এবং কোন কোন এলাকায় পানি কালো ময়লা যুক্ত, মবিলের মতো যা ব্যবহারের অযোগ্য। আবার কোন এলাকায় পানির সাথে পোকা-মাকড়, কেঁচো পর্যন্ত যায়।

গত বছর ২২ এপ্রিল ময়লাযুক্ত ব্যবহার অনুপযোগি পানি নিয়ে জুরাইনের বাসিন্দা মিজান গিয়েছিলেন ওয়াসা অফিসে চেয়ারম্যানকে ওয়াসার পানি দিয়ে সরবত খাওয়াতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us