স্বাস্থ্যবিধি মেনে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য প্রধান বিচারপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর বসুন্ধরায় নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
খন্দকার মাহবুব বলেন, অনির্দিষ্টকালের জন্য ভার্চুয়াল আদালত চলতে পারে না। দেশের বিচার ব্যবস্থা স্বাভাবিক গতিতে না চলায় বিচার প্রার্থী ও আইনজীবীরা সংকটে পড়েছেন।
তিনি আরও বলেন, দেশে করোনা মহামারির কারণে গত ২৬ মার্চ সুপ্রিম কোর্ট বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে দেশে বিচার ব্যবস্থায় স্থবিরতা চলে আসে। এই পরিস্থিতিতে গত ১১ মে ভার্চুয়াল কোর্ট চালুর বিধান আসে, যার আওতায় আইনজীবীরা সংশ্লিষ্ট আদালতে অনলাইনের মাধ্যমে মামলা দাখিলের নির্দেশনা পান।