ওয়াসার পানির ২৫ শতাংশ বাড়তি দাম আদায়ে ১০ অগাস্ট পর্যন্ত হাই কোর্ট যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা ১৬ সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
ওই নিষেধাজ্ঞা স্থগিত চেয়ে ওয়াসার আবেদন শুনানির পর মঙ্গলবার বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল আদালত তা মঞ্জুর করে এ আদেশ দেয়।
ওয়াসার পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবে আলম; রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অনীক আর হক।
রিট আবেদনকারী আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই আদেশের ফলে গত তিনমাস ধরে ওয়াসা যে বাড়তি দাম আদায় করে আসছিল সেটিই বহাল থাকল।