করোনায় করলার চা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ৩০ জুন ২০২০, ১৩:২৮

মহামারি করোনা থেকে পালানোর চেষ্টা করছি আমরা। কিন্তু সবই পেরে উঠছি না। অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। অনেকের আবার ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে বাইরে। যাদের সঙ্গে মেশা হচ্ছে দেখা যায় তিনদিন পর তার করোনা পজিটিভ এলো।  এমন অবস্থায় সবাই রয়েছি ঝুঁকির মধ্যে। প্রতিদিনই বিভিন্ন খাবার নিয়ে আলোচনা হচ্ছে। বিশেষ করে সেসব খাবার, যেগুলো খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নানা রোগ নিয়ন্ত্রণে কার্যকর।  এমনই একটি পানীয় করোলার চা। অবাক হলেন? ঠিকই দেখছেন অনেকের বেশ পছন্দের আবার অনেকে খেতেই চায় না, এই তেতো করলা।  জানেন তো, করলা চায়ের কতো গুণ? জেনে নিন:  •    ডায়াবেটিস হলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে  •  


 এই হার্বাল চা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে   •    দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে •    লিভার পরিষ্কার রাখে •    ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে •    ভিটামিন সি  সমৃদ্ধ করলা চা সব ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে  •    রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।  শুকনো করলার টুকরাকে পানিতে ভিজিয়ে রেখে এই তেতো চা তৈরি হয়। পরিমাণমতো পানি ফুটিয়ে নিন, তার মধ্যে শুকনো করলার টুকরো দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে ফোটান যাতে করলার পুষ্টি পাওয়া যায়। সামান্য চা পাতাও দিতে পারেন, এই হার্বাল চায়ে। মিষ্টির জন্য চিনির পরিবর্তে স্বাদমতো মধু নিন। এটি গুঁড়া হিসেবেও বিভিন্ন অনলাইনে পাওয়া যায়। ডায়েটে ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন।  বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুন ৩০, ২০২০ এসআইএস
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us