রাজধানীর মিরপুর ও বসুন্ধরা থেকে বিপুল পরিমাণে জাল টাকা ও ভারতীয় রুপিসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর মিরপুর-১২ এর ই ব্লকের ৬২ নম্বর ও বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকের ১৬১ নম্বর বাসায় অভিযান চালানো হয়।
গতকাল রোববার রাত ১২টা থেকে আজ সোমবার দুপুর পর্যন্ত এ অভিযান চালায় র্যাব-২। এ সময় আনুমানিক ৪ কোটি জাল টাকা ও ৪০ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।গ্রেফতাররা হলেন- সেলিম, মনির, মঈন, মোছা. রমিজা বেগম, মোছা. খাদেজা বেগম, ও মো. শাহীনুর ইসলাম। র্যাবের দাবি, তারা সবাই সংঘবদ্ধ জালিয়াত চক্রের সদস্য।
সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে র্যাবের ডিবি প্রধান লেফটেন্যাণ্ট কর্নেল সারওয়ার বিন কাশেম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সূত্রে জানতে পেরে রোববার রাত ১২টা থেকে আজ দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। এতে সংঘবদ্ধ জাল টাকা ও রুপি তৈরি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ৪ কোটি টাকার ১০০০ টাকার জাল নোট ও ৪০ লাখ টাকা মূল্যের ৫০০ ও ২ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।