লকডাউন আরও শিথিল হচ্ছে কাতারে, খুলছে অফিস

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১২:৩৫

করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে জারি করা লকডাউনের কড়াকড়ি আরও শিথিল করছে কাতার। আগামী মাস থেকেই সেখানে ফের খুলে দেয়া হচ্ছে সব রেস্টুরেন্ট, সৈকত ও পার্ক।

কাতারের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার দেশটিতে নতুন করে ৭৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪১৩ জন, মারা গেছেন ১১০ জন।উপসাগরীয় ছয়টি দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। লক্ষাধিক রোগী নিয়ে তাদের ওপরে কেবল সৌদি আরব।

রোববার কাতারের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত শীর্ষ কমিটি জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ চূড়ায় পৌঁছানোর পর ইতোমধ্যেই আক্রান্তের হার কমতে শুরু করেছে। এ কারণে কড়াকড়ি আরও শিথিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ১ জুলাই থেকে সীমিত ধারণক্ষমতার শর্তে ফের খুলে দেয়া হচ্ছে সব সৈকত, পার্ক ও রেস্টুরেন্ট। জনসমাবেশস্থলগুলোতে সর্বোচ্চ পাঁচজনকে একসঙ্গে সমবেত হওয়ার অনুমতি দেয়া হবে। সব সরকারি-বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ কর্মীর উপস্থিতিতে আবারও তাদের কার্যক্রম শুরু করতে পারবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us