খুচরা বিক্রয়কেন্দ্র বন্ধ করছে মাইক্রোসফট

সংবাদ প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১৪:৫৫

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য কয়েকটি দেশে ছড়িয়ে থাকা খুচরা বিক্রয়কেন্দ্রগুলি (৮৩টি)স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।

সিএনবিসির এক খবরে বলা হয়, শুক্রবার প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান এখন থেকে অনলাইন স্টোরের ওপর বেশি মনোনিবেশ করবে তারা। সেখানেই মিলবে তাদের পণ্য, সহায়তা, প্রশিক্ষিণসহ আরো বিভিন্ন ধরনের সেবা। আর বিক্রয়কেন্দ্রের কর্মীরা ন্যস্ত হবেন ওয়েবসাইটে। চাকরিতে বহাল থাকবেন তাদের সবাই।

মাইক্রোসফটের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ডেভিড পোর্টার একটি ব্লগ পোস্টে লিখেছেন, ডিজিটাল মাধ্যমে আমাদের পণ্যের পরিচিতি বাড়ায় অনলাইনে আমাদের পণ্যের বিক্রি বেড়েছে। তাছাড়া আমাদের মেধাবী কর্মীরা ক্রেতাদের সরাসরি সেবা প্রদানের বাইরেও এই বিকল্পক্ষেত্রে সাফল্যের প্রমাণ রাখছে।

তিনি বলেন, বিক্রয়কেন্দ্রের ওই কর্মীরাই অনলাইন মাধ্যমে মাইক্রোসফটের কর্পোরেট কেন্দ্রগুলো থেকে ক্রেতাদের একই সেবা দিয়ে যাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us