You have reached your daily news limit

Please log in to continue


সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের দুই দিনের রিমান্ড

রাজধানীর হাজারিবাগ থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক ‘পক্ষকাল’-এর সম্পাদক শফিকুল ইসলাম কাজলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (ভার্চুয়াল কোর্ট) দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের জিআরও আশ্রাফ আলী সাংবাদিকদের এ তথ্য জানান। আদালতে সাংবাদিক কাজলের পক্ষে তাঁর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। এর আগে, সাংবাদিক কাজলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা (ডিবির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন টিমের এসআই) মো. রাসেল মোল্লা। তবে, এদিন তাঁকে আদালতে হাজির করা হয়নি। কারাগার থেকেই তাঁকে উপস্থিত দেখানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। গত ৯ মার্চ মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান শিখর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্ত সাদিপুর থেকে অনুপ্রবেশের অভিযোগে কাজলকে আটক করে মামলা করে বিজিবি। পরদিন কাজলের জামিন মঞ্জুর হলেও কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন