লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের ওপর আদালতের নিষেধাজ্ঞা
প্রকাশিত: ২৮ জুন ২০২০, ০৮:২১
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বেকায়দায় পড়েছেন বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোরোথি শেয়া।
লেবাননের একটি আদালত গণমাধ্যমের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কথা বলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ডোরোথি শেয়া শুক্রবার লেবাননের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, দেশটির চলমান অর্থনৈতিক সংকট নিরসনের পথে বাধা হয়ে আছে হিজবুল্লাহ। খবর ইরনার।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের ‘সুর’ শহরের ওই আদালত শনিবার এক রায়ে সেদেশের গণমাধ্যমগুলোর প্রতি এক নির্দেশ জারি করে মার্কিন রাষ্ট্রদূতের কোনোরকম সাক্ষাৎকার প্রচার করতে নিষেধ করে দিয়েছে।
এর আগে লেবাননের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন।