মার্কিন সেনাদের হত্যায় তালেবানদের পুরস্কারের প্রস্তাব দিয়েছিল রাশিয়া!
প্রকাশিত: ২৭ জুন ২০২০, ২৩:৪৫
আফগানিস্তানে মোতায়েন থাকা মার্কিন সেনাদের হত্যা করতে তালেবান-সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আর্থিক পুরস্কারের প্রস্তাব দিয়েছিল রাশিয়া। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে।
নিউ ইয়র্ক টাইমস-এ শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে একটি গোয়েন্দা সূত্রকে উল্লেখ করে, গত বছর আফগানিস্তানে মার্কিন সেনাদের উপর হামলা চালানোর জন্য গোপনে তালেবানদের সঙ্গে যোগাযোগ করেছিল ইউরোপে হত্যাকাণ্ড পরিচালনায় জড়িত রুশ সামরিক গোয়েন্দা সংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামি জঙ্গি বা অন্য স্বশস্ত্র অপরাধীরা ওই রুশ গোয়েন্দাদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে চলে। এমনকী মার্কিন সেনাদের উপর হামলা চালানোর জন্য ইতোমধ্যে কিছু অর্থও পেয়েছে তারা।
নিউ ইয়র্ক টাইমস’র প্রতিবেদনের বিষয়ে হোয়াইট হাউস, সিআইএ ও ন্যাশনাল ইন্টেলিজেন্স প্রধানের দফতর মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেছে, এটি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বুদ্ধিবৃত্তিক সামর্থ্যের নিম্নমান প্রমাণ করছে।