শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১২ চিকিৎসকের করোনা

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুন ২০২০, ২০:৫৫

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন চিকিৎসক ২১ দিন আইসিইউতে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন। এছাড়া আরও নয় চিকিৎসকের উপসর্গ থাকায় তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

শনিবার (২৭ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বাংলানিউজকে এ তথ্য দেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত ১২ জন চিকিৎসকের মধ্যে আমাদের অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আতিকুল ইসলাম সুস্থ হয়েছেন টানা ২১ দিন আইসিইউতে লড়ে। উনি এখন ভালো আছেন। এছাড়া করোনা আক্রান্ত বাকি ১১ চিকিৎসক আইসোলেশনে আছেন। এছাড়া আরও নয়জন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

ডা. হোসাইন ইমাম বলেন, চিকিৎসক ছাড়াও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নার্স, টেকনোলজিস্ট, সরকারি স্টাফসহ দৈনিক মজুরিতে যারা কাজ করেন, এরকম অনেকেই আক্রান্ত হয়েছেন।

হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়েই চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করেন চিকিৎসকরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us