চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনার জন্মদিন আজ

আরটিভি প্রকাশিত: ২৭ জুন ২০২০, ১৬:৩১

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনার জন্মদিন আজ (২৭ জুন)। অভিনয়ে সরব না থাকলেও এখনও চলচ্চিত্রের নানা অনুষ্ঠানে নিয়মিতই দেখা যায়। তরুণ শিল্পীদের কাছেও অঞ্জনা জনপ্রিয় নাম। এ প্রজন্মের শিল্পীদের ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর পাশাপাশি অঞ্জনা নৃত্যশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয়। চলচ্চিত্রের সব ধরনের অনুষ্ঠানে এই বয়সেও নাচ করেন, গান গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন অঞ্জনা। বয়স তার কাছে কেবল সংখ্যা মাত্র।

তার অভিনয় জীবন শুরু ১৯৭৬ সালে। বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে কাজ শুরু করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিটি ‘দস্যু বনহুর’। শামসুদ্দিন টগর পরিচালিত এ ছবিটি ১৯৭৬ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায়।

এরপর প্রায় তিন শত এর অধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এরই মধ্যে সিনেমা জগতে জীবনের ৪৩ বছর পার করেছেন অঞ্জনা।
এই অভিনেত্রীর উল্লেখযোগ্য ছবি হলো মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, অংশীদার, আনারকলি, বিচারপতি, আলাদীন আলীবাবা সিন্দাবাদ, অভিযান, মহান, রাজার রাজা, বিস্ফোরণ, ফুলেশ্বরী, রাম রহিম জন, নাগিনা, পরীণিতা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us