সেই সুপার ওভার দুঃস্বপ্ন, এতদিন পর মুখ খুললেন রস টেলর

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ২৭ জুন ২০২০, ০৯:০৪

২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয়েছিল নিউজিল্যান্ড, যা ছিল একটি দুঃস্বপ্নের মতো। অবশ্য সুপার ওভারেও দুই দলের স্কোর সমান ছিল। কিন্তু বাউন্ডারির হিসেবে চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড।

তবে এতদিন পর নিউজিল্যান্ড দলের সিনিয়র ক্রিকেটার রস টেলর বললেন, তিনি জানতেনই না ফাইনালে সুপার ওভার আছে। এই কিউই ক্রিকেটারের মতে ওয়ানডেতে সুপার ওভার থাকার কোনও মানেই নেই।

বিশ্বকাপ ফাইনাল টাই হওয়ার পর সুপার ওভার ও পরে বাউন্ডারির সংখ্যায় চ্যাম্পিয়ন নির্ধারণ নিয়ে সমালোচনা হয়েছে ঢের। এর মধ্যে নিয়মও বদলে ফেলা হয়েছে। এখন থেকে সুপার ওভার টাই হলে আরেকটা সুপার ওভার হবে। জয়-পরাজয় নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত তা চলতে থাকবে। তবে টেলর বলছেন, ‘ওয়ানডে ম্যাচে সুপার ওভারের ব্যাপারটি এখনও আমার বোধগম্য নয়। ওয়ানডে ম্যাচ এত লম্বা সময় ধরে খেলা হয় যে, ‘টাই’ ম্যাচ ‘টাই’ হিসেবে থেকে গেলেও সমস্যার কিছু দেখি না। ১০০ ওভার শেষেও যদি দেখা যায় যে দুই দল সমতায়, তাহলে টাই তো খারাপ কিছু নয়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us