রাজধানীর দক্ষিণ কাফরুলের বহুতল একটি ভবনের সেফটি ট্যাংক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে ওই যুবক ভবনের উপর থেকে পড়ে যান। পরে সিসি ক্যামেরায় দেখা যায়, ভবনের কেয়ারটেকার আহত যুবককে টেনে নেন।
কেয়ারটেকারের স্বীকারোক্তির ভিত্তিতেই শুক্রবার সেফটি ট্যাংক থেকে উদ্ধার করা হয় রিফাত নামে ওই যুবককে।
বুধবার রাত ১টা ৪৯ মিনিট। হঠাৎ করেই ভবনের উপর থেকে একজন নিচে পড়ে যান। সিসি ক্যামেরায় শব্দ ধারণ না হলেও আহত অবস্থায় বাঁচার যে আকুতি জানাচ্ছেন সে তা বোঝা যাচ্ছে।
সাথে সাথেই ভবনের কেয়ারটেকার গ্যারেজের পেছন থেকে ছুটে আসেন, উঁকি দিয়ে দেখেন। যদিও এতো রাতে তার গ্যারেজের পেছনে থাকার কথা না, কেননা ভবনের মূল গেইটের সাথেই তার থাকার রুম। ৮ মিনিট পর আহত ছেলেটিকে টেনে ভবনের ভেতরে সেফটি ট্যাংকে ফেলে দেয় সে।
ওই ঘটনার পর বৃহস্পতিবার সকালে ভবন ফ্ল্যাট মালিকরা রাতে বিকট শব্দের বিষয়ে জানতে চান কেয়ারটেকারের কাছে। তখন কেয়ারটেকার রুবেল বলেন, একজন উপর থেকে পড়েছেন তাকে দু’জন তুলে নিয়ে গেছেন। দায়িত্বে অবহেলার কারণে মুচলেকা নিয়ে বিদায় দেয়া হয় তাকে।